নড়াইলে প্রতিমা ভাংচুরের ঘটনায় বিভূতিভূষণ বিশ্বাস পাভেল (৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাকে সিঙ্গাশোলপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। পাভেল শোলপুর গ্রামের হাজারীলাল বিশ্বাসের ছেলে।
ওইদিন (বৃহস্পতিবার) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীনের আদালতে প্রতিমার্ ভাঙ্গার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে পাভেল। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সদর থানার ওসি শওকত কবির জানান, গত ১৮ আগস্ট গভীর রাতে নড়াইল সদরের শোলপুর দক্ষিণপাড়া হরিমন্দিরের দু’টি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন দাস বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা করেন।
এদিকে,মূর্তি ভাংচুরের পর জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), পূজা উদযাপন পর্ষদ ও মতুয়া সংঘের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। কয়েকদিনের ব্যবধানে প্রতিমা ভাংচুরের মূলহোতাকে গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করেন মন্দির কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টরা।#
প্রতিদিনের সময়
You cannot copy content of this page