’’বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।
এসময় বক্তব্য রাখেন সহকারী পরিচালক হোসনে আরা হ্যাপী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক প্রমূখ। এসময় জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২৮ আগস্ট হতে ৩ সেপ্টেম্বা পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, জেলায় মাছের চাহিদা রয়েছে ১৬ হাজার মেট্ট্রিক টন। জেলায় মাছের উৎপাদন ১৯ হাজার মেট্টিক টন এবং চিংড়ি উৎপাদন হয়ে ৩ হাজার মেট্টিক টন। জেলায় ৬ হাজার মেট্টিক টন মাছ বেশি উৎপাদন হয়।#
মো জান্নাতুল বিশ্বাস/প্রতিদিনের সময়
Leave a Reply