নিজস্ব প্রতিবেদকঃ
টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়ে ১ম ম্যাচে জয় লাভ করে ইতিহাস সৃষ্টি করায় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
বুধবার (০১ সেপ্টেম্বর) ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল এক বার্তায় এ অভিনন্দন জানান।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে মাত্র ৬০ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। দেশের হয়ে সাকিব আল হাসান সর্বোচ্চ ২৫ রান করেন। এই জয়ের মধ্যদিয়ে প্রথমবারের মতো ব্ল্যাকক্যাপসদের টি-টোয়েন্টিতে হারালো টাইগাররা।
Like this:
Like Loading...
Leave a Reply