বাংলার রূপ
ইমরান রানা
এই বাংলায় হয়েছিল যে দেখা
কথা ছিল হবে আবার দেখা ,
এই বাংলা রয়ে যাবে চিরকাল
তুমি রবে না একা ।
আবছা দিনে বেরবো আমি , বাংলার
রূপে মিলিয়ে যাবে তুমি ।
চোখ মেলে বাংলার রূপ দেখিব আমি
জড়সড়ো গলায় বলবে এখানে আমি ,
একদল অথিতি পাখির ন্যায় ভেসে এলে
তুমি ,
ততক্ষনে এই বাংলার রূপে মিলিয়ে
গেলে যে তুমি ।
এই বাংলার বুকে রূপ বিলিন করে
মিলিয়ে যাচ্ছ কতবার ,
যা আমাকে বিমোহিত করে যায় বারবার
তোমারই রূপে রূপবতী এই বাংলা ।
সবুজ - শ্যমলা ঘাসের সঙ্গে মিশে আছে
তোমার দেয়া ঘ্রাণ ,
তুমিযে আজো আছ মিশে - আজও এই
বাংলার রূপে , রূপ দিয়েছ যে ঢেলে
এমনি করে রূপময় কর আমারে , আমি
যে মিলিয়ে যেতে চাই এই বাংলার রূপে ।
You cannot copy content of this page