ভূঞাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
"হাসি ছড়িয়ে পড়ুক সর্বত্র,পৃথিবী হোক শিশুদের নির্ভয় আশ্রয়" এই স্লোগানকে সামনে রেখে "দ্যা স্মাইল ফাউন্ডেশন " এর যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার(০২ সেপ্টেম্বর) বিকাল চারটায় গোবিন্দাসী ক্যাডেট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির উদ্ধোধন করেন ফুয়াদ হাসান রঞ্জু।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিতু,মুন,সোহান,আজমত,হ্নদয়,নুরি,মৌরিন,কণা,রিয়া,জান্নাতুল ,সজীব,হিমেল,সোলায়মান, রাজ্জাক,রুবেল,মুগ্ধ,রিহান সহ আরও অনেকে।
সংগঠনটির উদ্বোধনী দিনে অসহায় ও ছিন্নমুল শিশুদেরকে সাহায্য ও সহযোগিতা করা হয়। তাদেরকে লেখাপড়ার উপকরণ বই, খাতা,কলম,পেন্সিল, চাল,
ডাল,আলু,চিড়া,বিস্কুট, মাস্ক সহ বিভিন্ন জিনিস দেয়া হয়।ভবিষ্যতে এসকল শিশুরা যাতে ঝরে না পড়ে,লেখাপড়া করে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে এটাই উদ্দেশ্য।
সংগঠনের কর্ণধার ফুয়াদ হাসান রঞ্জু বলেন,একটি শিশুও যাতে ঝরে না পড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।আজকের শিশুরা আগামীতে দেশের উন্নয়নে ভূমিকা পালন করবে।তাই তিনি এই ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদেরকে সহায়তা করার অনুরোধ জানান।
You cannot copy content of this page