"একঝাঁক তরুণ উদ্যোক্তার পথচলায়, আরো একধাপ এগিয়ে" স্লোগানকে ধারন করে রাজশাহী জেনারেল হাসপাতাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টারে এমআরআই ইউনিটের উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার ( ৩ সেপ্টেম্বর ) সন্ধ্যায় নগরীর লক্ষীপুর শেরশাহ রোডের রাজশাহী জেনারেল হাসপাতালে
এ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ সায়েম রাজু'র সভাপতিত্বে, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন খালেদ শিহাব ও পরিচালক সাব্বির হোসেন এর সার্বিক তত্বাবধানে এবং রাজশাহী বেতারের উপস্থাপক রোকসানা লাকী'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ বুলবুল হাসান ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজী বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ হাফিজুর রহমান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মাহবুবুর রহমান খান বাদশা, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজী বিভাগের প্রধান ডাঃ সাবেরা গুল নাহার, গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ খন্দকার সেহেলী নাসরীন লীনা, ডাঃ অসীম সরকার, ডাঃ হাসনাতু রাব্বি প্রমুখ।
উল্লেখ্য, আধুনিক ও উন্নত মানের জাপানী হিটাচি কোম্পনীর মেশিন দিয়ে অভিজ্ঞ ডাক্তার ও টেকনিশিয়ানের মাধ্যমে সীমিত খরচে এখন থেকে প্রতিদিন এখানে এমআরআই করা হবে।
You cannot copy content of this page