প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২১, ২:০২ অপরাহ্ণ
টাইগাদের ঐতিহাসিক সিরিজ জয়, হাসান ইকবালের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
বুধবার (৮ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছয় উইকেটের জয় তুলে নেয় লাল-সবুজরা।
ম্যাচ শেষে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে হাসান ইকবাল বলেন, ‘বাংলাদেশের সোনার ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক।’
বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এদিন নিউজিল্যান্ডকে ৯৩ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে ৫ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা।
হাসান ইকবাল বলেন, ‘মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এ অনন্য সন্ধিক্ষণে আমাদের জন্য এ অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের। নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন এক অপ্রতিরোধ্য শক্তি। আশা করি সিরিজের বাকি ম্যাচগুলোতেও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় থাকবে।’
© 2024 Probashtime