প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ৭:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২১, ৪:৫৫ পূর্বাহ্ণ
রাজশাহীতে রেলশ্রমিক লীগের মতবিনিময় সভায় নুর কুতুব মান্নান
রাজশাহীতে রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর ও ওপেন লাইন শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান।
রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ কার্যালয় মিলনায়তনে রেল শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি ওয়ালি খান, কেন্দ্রীয় সদর দপ্তর শাখা সভাপতি মোতাহার হোসেন সহ সভাপতি আইনুল ইসলাম,সহ সভাপতি মান্নান বাবু, সহ সভাপতি আজিজুল হক, যুগ্ম সম্পাদক দেবত্র দেবু, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক আনোয়ার, সহ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সফিউল সফি, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নজু, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক ফরহাদ মজুমদার, সহ সম্পাদক হাবিবুর রহমান হবি, সহ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক ওয়াহিদ মুন,সদস্য আজমুল হক রাজু, সদস্য সাব্বির হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা শ্রমিকদের অধিকার আদায়সহ ও দলীয় কার্যক্রম আরো জোরদারের উপর কথা বলেন। এছাড়াও বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভূমিকা নিয়েও আলোচনা করেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের সৈনিক হিসাবে কাজ করার অঙ্গিকার করেন।
© 2024 Probashtime