রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী নগরীর রেশমপট্টি এলাকার সাবেক প্রথম শ্রেনীর ঠিকাদার আমিনুর রহমান ফেকু (৫৬) শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিকাল ৫ টায় টিকাপাড়া ঈদগাহে জানাজা শেষে তাঁকে টিকাপাড়া গোরস্থানে সমাহিত করা হয়েছে ।
জানাজা নামাজে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা জাসদ সভাপতি প্রদীপ মৃধা, মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
মৃত্যকালে তিনি স্ত্রী ও এক মেয়ে সহ আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, তিনি ইনকাম ট্যাক্সের পেশকার প্রয়াত হাবিবুর রহমানের সেজ ছেলে এবং ৮০'র দশকের ছাত্রনেতা ও জাসদ নেতা সাহরিয়ার রহমান সন্দেশ এর সেজ ভাই। তাঁর অন্য ভাইদের মধ্যে বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র ফিল্ড অফিসার মরহুম শফিউর রহমান কাজল ও মেজ ভাই বিএভিএস এর সাবেক সিনিয়র অফিসার ফজলুর রহমান।
তাঁর মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংবাদিক সংগঠন বিএমএসএফ সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আরজেএফ সভাপতি শাহিনুর রহমান সোনা, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, মানবাধিকার সাংবাদিক সংগঠন আইএইচসিআরএফ সভাপতি মিজানুর রহমান পাইলট, সাধারণ সম্পাদক সাগর নোমানী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছেন।
You cannot copy content of this page