আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বধূ বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগম তার কৃতকর্মের জন্য ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাজ্যে ফিরে তিনি আদালতে যেতে যান এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা মোকাবিলা করতে চান। ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভির গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
আইএসে যোগ দিতে ১৫ বছর বয়সে লন্ডন থেকে সিরিয়ায় পালিয়ে যান শামিমা। আইএসে যোগ দেওয়ায় ব্রিটিশ সরকার তার নাগিরকত্ব বাতিল করে। সিরিয়ার একটি আশ্রয় শিবিরে থাকা ২২ বছরের শামিমা ব্রিটেনে ফিরতে ও নাগরিকত্ব টিকিয়ে রাখতে মামলার অনুমতি চেয়েছিলেন। তবে ব্রিটিশ সুপ্রিম কোর্ট তাকে সেই অনুমতি দেয়নি।
আইটিভিকে শামিমা বলেছেন, ‘আমি আদালতে যেতে চাই এবং যারা এই দাবিগুলো করছে তার মোকাবিলা করতে চাই এবং এগুলো মিথ্যা প্রমাণ করতে চাই। কারণ আমি জানি আমি আইএসে কিছুই করিনি, শুধু মা ও স্ত্রী হওয়া ছাড়া। এই দাবিগুলো আমাকে খারাপ হিসেবে প্রতিপন্য করতে করা হয়েছে, কারণ আমার ব্যাপারে সরকারের কাছে কিছুই নেই। কোনো প্রমাণ নেই, কারণ কিছুই ঘটেনি।’
ব্রিটেনের জনগণের কাছে ক্ষমা প্রার্থণা করা তিনি বলেন, ‘আমি জানি ব্রিটিশদের জন্য আমাকে ক্ষমার চেষ্টা করা ও ক্ষমা করা অনেক কঠিন। তারা অনেকেই আইএসের হাতে প্রিয়জনকে হারিয়েছেন। কিন্তু, আমি নিজেও আইএসের ভয়ে দিন কাটিয়েছি, প্রিয়জন হারিয়েছি। এ কারণে আমি তাদের দিকটা বুঝতে পারছি।’
You cannot copy content of this page