ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক চাপায় উপজেলা এলজিইডির উপজেলা উপ-সহকারী প্রকৌশলী কে,এম, কামরুল ইসলাম নিহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার ভাঙ্গা- ফরিদপুর মহাসড়কের পুখুরিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে তিনি মোটরসাইকেল যোগে ফরিদপুর থেকে ভাঙ্গায় আসার সময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্টো-ড-১৬-৮৭৯৯) তাকে চাপা দেয়।
এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। সে ভাঙ্গা উপজেলার উপ- সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন এবং তার গ্রামের বাড়ি ফরিদপুর সদরের সাদিপুর বলে জানা গেছে।
Leave a Reply