প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২১, ৫:৫৬ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও বালিয়াতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়াতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সিঙ্গিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
আদর্শ বাজার একতা যুব সংঘের আয়োজনে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তি । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সালান্দর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক কবির উদ্দিন চৌধুরী, খোশবাজার এসডি কামিল মাদ্রাসার সহকারী শিক খাজা মইনুদ্দিন, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জবাইদুর রহমান, ইউপি সদস্য শফিকুল ইসলাম সিকিম, ইউপি সদস্য একরামুল হক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন গোয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় আদর্শ বাজার একতা যুব সংঘ টিম টাইব্রেকারে ৩-২ গোলে ছোট বালিয়া যুব একাদশ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে গোল না হলে খেলা টাইব্রেকারে গড়ায়। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন সলেমান। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন কমল ও বিপ্লব। ধারাবর্ণনা করেন সোহেল রানা। শেষে চ্যাম্পিয়ন টিম ও রানার আপ টিমকে পুরস্কার প্রদান করেন অতিথিরা। খেলা চলাকালীন দর্শক সমাগম ছিল চোখে পরার মত। ভবিষ্যতে আরও বড় টুর্নামেন্টের আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহন করেন।#
মোঃ সুজন আলী /ঠাকুরগাঁও প্রতিনিধি/প্রতিদিনের সময়/জা
© 2024 Probashtime