নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন ধর্মীয় সম-অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখা’র আয়োজনে উপজেলা কেন্দ্রীয় কালীবাড়ী শ্রী অঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নাগরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক শ্রী লক্ষী কান্ত সাহা এর সভাপতিত্বে এবং সাবেক যুন্ম আহবায়ক রামেন্দ্র সুন্দর বোস এর সঞ্চলনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আন্দন মোহন দে, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রদিপ কুমার গুন (ঝন্টু), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মনি প্রমূখ।
এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নারী-পুরষরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page