নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা শাখার সভাপতিকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তারের প্রতিবাদ ও দেশের বিভিন্ন এলাকায় প্রতিমা ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে উপজেলা শহরের বটতলাস্থ কেন্দ্রীয় কালীবাড়ির সামনে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার উপদেষ্টা নীরেন্দ্র নাথ পোদ্দার, বসন্ত কুমার বনিক, সহ-সভাপতি গোপাল ভৌমিক, অমলেন্দু সোম রায়, শ্যামল কুমার সাহা রাধু, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা রামা, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক পংকজ কুমার সাহা, প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র সাহা টিপু, গনসংযোগ সম্পাদক রাম প্রসাদ সাহা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বিপ্লব বাকালী প্রমুখ,মানববন্ধনে বক্তারা সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে ভোলা জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ দেকে দ্রুত মুক্তির দাবী করেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে যেসকল দুস্কৃতিকারীরা প্রতিমা ভাংচুর করছে তাদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানান।
Leave a Reply