প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২১, ৭:০৮ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি- ঠাকুরগাঁওয়ে সড়কের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ১৬ নং নারগুন ইউনিয়নের ছোটখোচাবাড়ি থেকে তেতুলতলার মাঝামাঝি পাকা রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষনিকভাবে মৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। তবে লাশের পরিচয় বের করতে তদন্ত করছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিৎ করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং লাশ শনাক্ত করতে কাজ করছে।
সেই সাথে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা উদ্ধার করতে পুলিশ তদন্ত করছে।
© 2024 Probashtime