নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী নাগরপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ হাজার চারা রোপনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক।
উপজেলা ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ গ্রহন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত ই জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান জাহিদ, নাগরপুর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ একরামুল হক, নাগরপুর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল আনিসুর রহমান , সরকারি যদুনাথ স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শফিকুল ইসলাম সবুজ, নয়ানখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সোম রায়, শহীদ শামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেতাব আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন এবং সাধারণ সম্পাদক মো.সজিব মিয়া সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ
উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণের সাথে সাথে মানুষের পরিবেশ নিয়ে তিনি কাজ করেন। পরিবেশের ঝুঁকি মোকাবিলার একটি বড় মহতি উদ্যোগ হচ্ছে বৃক্ষরোপন। এই জন্য জন্মদিনে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। তিনি আরো বলেন, উপজেলার ২৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহ ব্যাপী উপজেলা এবং ইউনিয়ন ছাত্রলীগের যৌথ ভাবে বৃক্ষ রোপন করা হবে।
Leave a Reply