প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২১, ৫:০১ পূর্বাহ্ণ
হবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির আবেদন ফরম ক্রয় করলেন রিয়াজুল ইসলাম (চঞ্চল)
নড়াইল সদর উপজেলা হবখালী ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির আবেদন ফরম ক্রয় করছেন রিয়াজুল ইসলাম চঞ্চল । তিনি বর্তমান হবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান । শুক্রবার ( ১ অক্টোবর ) নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ আবেদন ফরম ক্রয় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবখালী ইউনিয়ন আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, যুবলীগের নেতৃবৃন্দ।
চেয়ারম্যান রিয়াজুল ইসলাম চঞ্চল জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১, নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন থেকে আমার নামে জেলা আওয়ামী লীগের কার্যালয় হতে মনোনয়ন ফর্ম গ্রহণ করিলাম। আমি আপনাদের দোয়া, আর্শিবাদ ও সমর্থন প্রত্যাশী।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিন্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রাথিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।#
জান্নাতুল বিশ্বাস/নড়াইল/প্রতিদিনের সময়
© 2024 Probashtime