সেলিম রেজা তাজ,ব্যুরো চীফঃ-
যশোরে এই প্রথম পারসোনালাইজেশন সেলের মাধ্যমে ই-পাসপোর্ট প্রিন্টিং কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুরে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী।
পরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
এসময় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এখন থেকে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট প্রিন্ট হবে। যশোরের এই সেল থেকে খুলনা বিভাগের দশ জেলার ই-পাসপোর্ট প্রিন্ট হওয়ার কারণে তা দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, যশোরের এই পারসোনালাইজেশন সেন্টার ঢাকার পারসোনালাইজেশন সেন্টারের সহযোগিতা হিসেবেও কাজ করবে।
You cannot copy content of this page