ফরিদপুরের ভাঙ্গায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ-শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রয়েল ড্যানিস অ্যাম্বাসির আর্থিক সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের আওতায় উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক, বিদেশ-ফেরত অভিবাসী, সাংবাদিক এবং এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় বিদেশ যেতে ইচ্ছুক এবং ফেরত অভিবাসীদের নিরাপদ অভিবাসন এবং পুনরায় ঘুরে দাড়ানোর প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন ব্র্যক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমম্বয়কারী খালিদ সাইফুল্লাহ। ইউপি সচিব যুগল কিশোর মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সংস্থার ফিল্ড অর্গানাইজার রুবেল সর্দার, ফারুক হোসেন প্রমুখ।
You cannot copy content of this page