নিজস্ব প্রতিবেদকঃম ঙ্গলবার রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে রাজশাহীস্থ আইএসপি ইন্টারনেট প্রোভাইডার মাইম এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিভাগের সকল ক্যাবল অপারেটরদের নিয়ে আয়োজন করা প্রথম বর্ষপূতি উৎযাপন অনুষ্ঠান।
সকল অতিথিদের নিয়ে কেক কেঁটে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূর্তি উৎযাপন করে মাইম ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ঢাকাস্থ ডিজিকন টেলিকম এর সিইও মাহমুদুল হক, মাইম রাজশাহী জোনের পপ ম্যানেজার আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শিবগঞ্জস্থ লিংক ইন্টারন্যাশনালের মাসুম বাবু। আরো উপস্থিত ছিলেনঢাকা থেকে আগত তামিম সালেহিন, ফাইভার এট হোমের ডিজিএম সৈয়দ হাবিবুল্লাহ ফারুকী, ডিজিকন টেলিকম এর ভাইস প্রেসিডেন্ট আহমেদ আনোয়ার হোসেন সহ প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সকল ক্যাবল অপারেটরবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন রশ্নি। তামিম সালেহীন প্রতিষ্ঠানের সার্বিক কর্মকান্ড ও সেবারমানের বিষয়টি তুলে ধরেন। প্রধান অতিথি ডিজিকন টেলিকম এর সিইও মাহমুদুল হক তার মূল্যবান বক্তব্যে বলেন, সকল সেক্টরের সহোযোগিতায় অতিশীঘ্রই মাইম ইন্টারন্যাশনাল দেশের প্রথম ক্যাটাগরির ইন্টারনেট প্রোভাইডারে পৌছাবে।
মাইম ইন্টারন্যাশনাল ইন্টারনেট প্রোভাইডার দেশের মোট ৫২ টি জেলায় নিজস্ব পপ এর মাধ্যমে ত্রুটিহীন ইন্টারনেট সেবা দিয়ে ইতোমধ্যেই সুনাম অর্জনে স্বক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও প্রতিষ্ঠানটি এই অক্টোবর মাসেই সাইবার সিকিউরিটি নিয়ে সেবাগ্রহীতাদেরকে নিশ্চিত করবেন ঝুঁকিহীন সেবারমানের বিষয়টি বলেও উক্ত অনুষ্ঠানে। এছাড়াও অতিশীঘ্রই আইপি টিভির সেবার বিষয়টি নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। ঢাকাস্থ ডিজিকন কমিউনিকেশন লিমিটেডের সিইও আহমেদ আনোয়ার হাসান তাঁর বক্তব্যে বলেন, অতিশীঘ্রই দর্শক ও সেবাগ্রহীতারা আইপি টিভি, আইপি ল্যান্ডফোন ও বাচ্চাদের গেমের ব্যবস্থা করবেন তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে। উক্ত অনুষ্ঠানে তিঁনি আইপি টিভি বক্সের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টিও চমৎকার ভাবে উপস্থাপন করেন সকলের সামনে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সর্বোচ্চ গতিসম্পন্ন ও ঝাঁমেলামুক্ত ইন্টারনেট সেবার বিষয়টির প্রতিও গুরুত্ব দেয়া হয়।
Leave a Reply