ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পূজায় শাড়ি কিনে না দেওয়ায় স্বামীর সাথে অভিমান আত্মহত্যা করেছে দিথি রাণী (১৮) নামে এক নববধূ।
সোমবার(১১ অক্টোবর) গভীর রাতে রংপুর মেডিক্যালে নেওয়ার পথে ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত দিথি রাণী ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নাপিতপাড়া গ্রামের ভমর রায়ের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায় , গত মাস দুই আগে নিজের বড় বোনের দেবর রাজ মিস্ত্রি ভমর রায়ের সাথে ভালবেসে দিথি রাণীর বিয়ে হয়। রবিবার ভূল্লী বাজারে স্বামীর কাছে দামি শাড়ি কিনে চাইলে স্বামী না দেওয়ায় বাসায় গিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। অভিমানে মাঝ রাতে দিথি শোয়ার রুমের সরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তার স্বামী ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেয়ণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, বধুর লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃত গৃহবধূর পিতার পরিবার থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
Like this:
Like Loading...
Leave a Reply