নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রঙ্গণে জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। নাগরপুর উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুস ছালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. শাহ্ আলম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী (মাহাতাপ), যুগ্ম সাধারন সম্পাদক মো. আমিনুর রহমান আমিন, সহ-সাধারন সম্পাদক মো. রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিক মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজিব মিয়া প্রমুখ। এ সময় উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply