বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাম্প্রদায়িক শক্তি রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ শনিবার ৩০ অক্টোবর বিকেল ৪.৩০ ঘটিকার সময় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে এক মানববন্ধনে এ প্রত্যয় ব্যক্ত করেন তারা।
রাজশাহী জেলা ও মহানগর জাসদের আয়োজনে এ মানববন্ধনে সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, যারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে চায়, তারা সেই ৭১-এর পরাজিত শক্তি; যারা গণহত্যা চালিয়েছিল। এরা সেই মানুষ যারা ৭৫-এ ছোট্ট রাসেলকে হত্যা করেছিল। এরা বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়। কিন্তু এই মূর্খরা জানে না জাসদ একটি চেতনার নাম। জাসদের একটি মানুষও বেঁচে থাকতে তা হতে দেবে না। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক শক্তি দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। এসব ঘটনা যারা ঘটাচ্ছে তারা রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। সাম্প্রদায়িক এই সন্ত্রাসীদের রুখতে সামাজিক প্রতিরোধ প্রয়োজন। এ সময় বক্তারা সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টিকারীদের মুখোশ উন্মোচন করে তাদের কঠোর শাস্তির দাবি জানান তারা।
এ সময় জাসদের রাজশাহী জেলা সহ-সভাপতি রফিকুজ্জামান বেল্টুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সভাপতি মহানগর নূূরুল ইসলাম হিটলার,সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি জেলা লুৎফর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ ভুলু, ছাত্রলীগ(জাসদ) মহানগর সাধারন সম্পাদক রাকেশ সরকারসহ জাসদের রাজশাহী জেলা ও মহানগরের নেদৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page