নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দ মসিয়ুর রহমান নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। সৈয়দ মসিয়ুর রহমান নৌকা প্রতীকে ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম জগ প্রতিকে ৬ হাজার ৬৬৭ ভোট, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী মো. মঈনুল হাসান কাজল (হাতুড়ী-কাস্তে) প্রতিকে ১৯৩ ভোট পেয়েছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) রাতে নড়াইল জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওয়ালিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারই প্রথম লোহাগড়ায় ১১টি ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হলো। মোট ভোটারের সংখ্যা ছিল ২৩ হাজার ৭৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ১২ হাজার ১৬০ এবং পুরুষ ভোটার ১১ হাজার ৫৭৭ জন। নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ।
এ ছাড়া সাধারন কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন বিশ্বনাথ দাস, মো উজ্জল, মো আনিসুর রহমান, মো মিলু শরীফ, মো পলাশ শেখ, মো গিয়াসউদ্দিন ভূইয়া, সৈয়দ শাহজাহান সিরাজ, মো ফারুক শেখ, মো সাহিদুর রহমান। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন সেকেলা বেগম, খালেদা জামান ও রাজিয়া সুলতানা বিউটি।#
You cannot copy content of this page