নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
"পুলিশই জনতা, জনতাই পুলিশ”এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনগনের সাথে পুলিশের সম্পর্ক বৃদ্ধি ও নাগরপুর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(৯ নভেম্বর) সকালে নাগরপুর থানা কমপ্লেক্স মিলনায়তনে নাগরপুর থানা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও এস আই মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন নাগরপুর থানার পরিদর্শক মো.জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মো.শাহ আলম মিয়া, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা রামা, মদিনাতুল উলুম আমিনীয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মওলানা রফিকুল ইসলাম আমিনী, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হোসেন আলী মুনসুর প্রমূখ।
You cannot copy content of this page