ফরিদপুরের ভাঙ্গায় কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। আজ সকালে উপজেলার ৩৫টি ক্লিনিকে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহসিন উদ্দিন ফকির জানান, ক্লিনিকগুলোতে পর্যায়ক্রমে ২য় ডোজ টিকা প্রদান কার্যক্রম চালু হয়েছে। পরবর্তী কার্যক্রম চলবে ৯ ডিসেম্বর। এদিকে টিকা নিতে আসা লোকজন ক্লিনিকগুলোতে লম্বা লাইন দিয়ে অপেক্ষা করেছে। সকালে সরেজমিনে বামনকান্দা কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায় স্বাস্থ্যকর্মীরা দুরদুরান্ত থেকে আসা নারী-পুরুষ টিকা গ্রহনে অপেক্ষা করছে।
জানা গেছে, গত এক সপ্তাহে কোন নতুন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়নি। এ পর্যন্ত ৮ হাজার ১ শত ৬৬ জন নমুনা সংগ্রহ করে ২ হাজার ৭ শত ৮১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে এবং মোট মৃত্যুবরন করেছে ৬২ জন।
You cannot copy content of this page