ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তরুন সমাজ সেবক মনসুর মুন্সী একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। প্রবাসী এই তরুন এলাকাকে মডেল এলাকা হিসেবে গড়ে তুলে বদলে দিতে চান।
তিনি বলেন, তরুনরাই যোগ্য নেতৃত্ব দিতে পারে- তারাই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে,পারে সমাজকে বদলাতে। এজন্য তাকে নির্বাচিত করলে সবার জন্য কাজ করবেন এমন প্রতিশ্রুতিতে সবার নিকট ভোট প্রার্থনা করেন এ প্রার্থী। সোমবার বিকেলে কয়েক শত ভোটার সমর্থকদের উপস্থিতিতে উপজেলার হিরালদী শহিদ মাষ্টারের বাড়ি সংলগ্ন মাঠে সাউতিকান্দা-হিরালদী-রশিবপুরা গ্রামবাসী আয়োজিত এলাকাবাসীর সাথে এক উঠোন বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, সরকারের উন্নয়ন অধিকাংশই দূর্নীতির কারনে বাধাগ্রস্থ হয়। এই দূর্নীতির কারনে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয় এটা আমি প্রবাস থেকে উপলব্ধি করেছি। নির্বাচিত হলে জনগনের ট্যাক্স মওকুফ করে দেবার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, সেবার মানসিকতা নিয়ে প্রবাস থেকে দেশে ফিরে এসেছি। তিনি সরকারের তথা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের করা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগী হিসেবে সুযোগ প্রদানের জন্য উপস্থিত ভোটার-সমর্থকদের কাছে প্রতিশ্রুতি চান। এ সময় ভোটার –সমর্থকরা মুহুর্মুহু করতালিতে হাত উচিয়ে তাকে সমর্থন জানান। সভায় বক্তারা আসন্ন ইউপি নির্বাচনে সৎ, যোগ্য প্রার্থী হিসেবে মনসুর মুন্সীকে ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নে অবদান রাখার সুযোগ প্রদানের আহবান জানান।
Leave a Reply