ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, ভাঙ্গা ফরিদপুরের আয়োজনে "ফরিদপুর অঞ্চলে বোরো ধানের আবাদ ও ফলন বৃদ্ধিতে করণীয়"- শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী কার্যালয়ের কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনষ্ঠিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. এখলাছুর রহমানের সভাপতিত্বে বৈজ্ঞানিক কর্মকর্তা তুষার চক্রবর্তীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি এর পরিচালক (গবেষণা) ড. মো. খালেকুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনোজিত কুমার মল্লিক, গোপালগঞ্জ ধান গবেষনণা ইনষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বৈজ্ঞানিক কর্মকর্তা আসাদুল্লাহ আল গালিব। কর্মশালায় আসন্ন বোরো মওসুমে নির্বিঘ্নে বোরো আবাদে বিভিন্ন উপযোগী বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ি ও গোপালগঞ্জ জেলার কৃষি মন্ত্রণালয়ের সকল দপ্তর, সংস্থার কর্মকর্তাবৃন্দ, সিমিট ফরিদপুর হাবের কর্মকর্তা, বীজ উৎপাদক, কৃষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বোরো ধানের আবাদে করণীয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কার্যালয় প্রধান। পরে ফরিদপুর অঞ্চলের প্রতিটি জেলা থেকে প্রবন্ধ উপস্থাপন করেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ হজরত আলী, মাদারীপুরের মোঃ মোয়াজ্জেম হোসেন, শরীয়তপুরের মোহাম্মদ আব্দুস সাত্তার প্রমুখ।
You cannot copy content of this page