নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনে আইনশৃঙ্খলা ও আচরণবিধি নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ড.মো.আতাউল গনি।
মঙ্গলবার(২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড.মো.আতাউল গনি। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,জেলার র্যাব-১২ কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল কবির, সহকারি পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এস এম মনসুর মুসা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যুগ্ন পরিচালক এনএসআই টাঙ্গাইল প্রধান মো. মাহবুব রহমান ও নাগরপুর অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল-মামুন, নাগরপুর নির্বাচনী অফিসার মো. আরশেদ আলী সহ ১১ ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক ড.মো.আতাউল গনি তাঁর বক্তব্যে বলেন, নির্বাচনী আচরণবিধি ভেঙে কোনো প্রার্থী কিছু করলে তাঁকে শাস্তির মুখোমুখি হতে হবে। আইন সবার জন্য সমান। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
You cannot copy content of this page