সড়ক দুর্ঘটনা মুক্ত রাখতে এবং যানবাহন ও পথচারীর চলাচল নির্বিঘ্ন করতে নির্মাণ সামগ্রী নিরাপদ স্থানে রাখার দাবীতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে জনউদ্যোগ,রাজশাহী।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় মুক্তিযুদ্ধ পাঠাগার,আলুপট্টিতে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। বক্তব্য রাখেন জনউদ্যোগ রাজশাহীর সদস্য সচিব জুলফিকার আহমেদ গোলাপ, মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, আদিবাসী নেতা আন্দ্রিয়াস বিশ্বাস, যুবনেতা অনিল রবিদাস,আনিয়েল সরেন প্রমুখ।
একই স্থানে সকাল ১০টায় আইইডি আইপি,রাজশাহীর পক্ষ থেকে অস্বচ্ছলদের খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। বিতরন করেন বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ,আইপি সদস্য সচিব আন্দ্রিয়াস বিশ্বাস প্রমুখ।
You cannot copy content of this page