সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৩টার সময় সদর উপজেলার ভূল্লী বাজারের ব্রীজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম আব্দুর রহমান (৬৫)। সে বালিয়া ইউনিয়নের ছোট বালিয়া কোলনিপাড়া গ্রামের তছিরউদ্দীন মুন্সির পুত্র।
প্রত্যদর্শীরা জানান, কাঁচা বাজার নেওয়ার জন্য বাসা থেকে ভূল্লী বাজারে যাওয়ার সময় ভূল্লী ব্রীজের সামনে পঞ্চগড় থেকে আসা ট্রাকটি বৃদ্ধ আব্দুর রহমানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও ট্রাকের চালককে আটকের জন্য হাইওয়ে পুলিশ কাজ করছে।
You cannot copy content of this page