প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৯:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২১, ৮:৫৩ পূর্বাহ্ণ
হেফাজত মহাসচিব এর মৃত্যুতে শায়খুল হাদীস আল্লামা সিরাজুল ইসলাম পীর সাহেব নেত্রকোণার শোক
আব্দুন নূর,নেত্রকোনাঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আল্লামা নূরুল ইসলাম জিহাদীর ইন্তেকাল শায়খুল হাদিস আল্লামা সিরাজুল ইসলাম পীর সাহেব নেত্রকোনার গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।
এক শোক বার্তায় পীর সাহেব নেত্রকোণা বলেন, আল্লামা নুরুল ইসলাম জিহাদী সাহেব একজন বরেণ্য ও প্রথিতযথা আলেমেদীন ও শায়খুল হাদীস ছিলেন। তিনি ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ব্যাপক কাজ করেছেন। ফেরক্বায়ে বাতিলা, বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ সা. এর দুশমন কাদিয়ানী বিরোধী আন্দোলনে অন্যতম ভুমিকা পালন করেছেন। আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর ইন্তেকালের পর তিনি হেফাজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হয়ে সকলস্তরের আলেমদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আন্তরিক চেষ্টা করেছেন। তিনি চরমোনাই বার্ষিক মাহফিলেও অংশগ্রহণ করে মুসলিম উম্মাহর উদ্দেশ্যে মূল্যবান বয়ান করেছেন।
© 2024 Probashtime