সেলিম রেজা তাজ,বেনাপোল, যশোরঃ-
শুক্রবার ভারতীয় ইমিগ্রেশনের নিষেধাজ্ঞায় স্থলপথে বিজনেস ভিসায় ভারত ভ্রমণ বন্ধ হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল থেকে এয়ার রুটের মেডিকেল ভিসার যাত্রীদের বেনাপোল বন্দর দিয়ে যাতায়াত বন্ধ করা হয়।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল থেকে ভারতের পেট্রাপোল-বেনাপোল ইমিগ্রেশনকে ব্যবসায়িক ভিসার ও বিমান পথের ভিসার যাত্রীদেরকে স্থলপথে না পাঠাতে অনুরোধ জানানো হয়।
এদিকে হঠাৎ করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের এমন সিদ্ধান্তে ভারতে ঢুকতে না পেরে তিন শতাধিক পাসপোর্টধারী যাত্রী ফিরে গেছেন। গত কাল ৬১ জনকে ফেরত পাঠানো হয়েছে।
বর্তমানে ঢাকা থেকে বিমানে কলকাতা যেতে জনপ্রতি ২০ থেকে ২২ হাজার টাকা ভাড়া সে কারনে স্হল পথে যাত্রীদের চাপ বেশি।
এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ওসি মোক্তার হোসেন জানিয়েছেন, হঠাৎ করে ব্যবসায়িক ভিসা ও এয়ারের ভিসায় যাত্রীরা ভারতে ঢুকতে পারছে না। তবে যাদের ভিসায় বাই রোড/বাই এয়ার লেখা আছে তারা ভারতে যেতে পারছেন।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আসাদুজ্জামান জানান, ভারত থেকে ফিরতে ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষাকৃত করোনার নেগেটিভ সনদ লাগছে। তবে যাদের করোনার ডাবল ডোজ টিকা গ্রহণ করা নেই, তাদের বাড়িতে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া যাদের শরীরে করোনা উপসর্গ আছে তাদের র্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হচ্ছে। গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত সন্দেহভাজন ৮ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে তারা সবাই করোনা নেগেটিভ ছিলেন।
You cannot copy content of this page