সেলিম রেজা তাজ,ব্যুরো চীফঃ-
মেডিকেল ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে যাওয়া প্রায় ১২৫ জন বাংলাদেশি যাত্রীকে ফেরত দিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন। ফলে চরম বিপাকে পড়েছেন এসব যাত্রী।
ফেরত পাঠানো প্রত্যেক যাত্রীর ভিসায় উল্লেখ ছিল ‘বাই এয়ার’ ভারতে প্রবেশের পর হরিদাসপুর ইমগ্রেশন তাদের প্রত্যেককে ফেরত পাঠায়।
বিকালে দিল্লি থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়- এখন থেকে ভিসায় ‘বাই এয়ার’ উল্লেখ থাকলে কাউকে স্থলপথে গ্রহণ করা হবে না।
বিমানে অতিরিক্ত ভাড়া থাকায় তারা বেনাপোল ও হরিদাস (পেট্রাপোল) ইমিগ্রেশন দিয়ে ভারতে যাচ্ছিলেন। করোনার সময় বিমান বন্ধ থাকার পর থেকে বাই এয়ারের ভিসাধারীরা বেনাপোল স্থলপথে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছিল ভারত। উভয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ছাড়পত্র প্রদান করতেন। বৃহস্পতিবার বিকালে আকস্মিকভাবে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের আটকে দেয় পেট্রাপোল ইমিগ্রেশন।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের যাত্রী কামরুজ্জামান বলেন, তার স্ত্রী-সন্তানদের ভিসা পেট্রাপোল থাকায় তাদের ইমিগ্রেশন ছাড়পত্র দিয়েছে; অথচ অনেক অনুরোধ করেও বাই-এয়ার ভিসার কারণে তাকে যেতে দেওয়া হয়নি।
বেনাপোলে ইমিগ্রেশনের ওসি মোহাম্মাদ রাজু আহম্মেদ বলেন, সারা দিনে আটকে থাকা এসব যাত্রীদের সন্ধ্যার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতে আরও ৭০ জন যাত্রী অবস্থান করছেন। তাদের মধ্যে কতজন যাত্রী ফেরত আসবেন তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।
You cannot copy content of this page