ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তার নিয়ে নবনির্বাচিত ইউপি সদস্য আলম মোল্লা ও সাবেক ইউপি সদস্য বাবর আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের অর্তকিত হামলায় দুলাল শিকদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
নিহতের স্বজনেরা দাবি করেন গতকাল সংঘর্ষের ঘটনায় দু-পক্ষ থানায় দেশীয় অস্ত্র জমা দেয়। আজ সন্ধ্যায় নিহত দুলাল শিকদার বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ ইউপি সদস্য আলম মোল্লার সমর্থকরা তার উপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্বার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
You cannot copy content of this page