নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) ২ য় পর্যায়ে প্রকল্পের উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গয়হাটা ইউনিয়ন পরিষদে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে এই কার্ড বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত ই জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. আতিকুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, নাগরপুর থানার এসআই আরফান প্রমূখ।
Leave a Reply