নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে বর্তমান সরকারের ৩ বছর পুর্তি উপলক্ষ্যে উন্নয়ন ও অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এবং সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস , সাংগঠনিক সম্পাদক এবং সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো.শাহিদুল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক এবং গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, মো. আব্দুস সবুব মিয়া, আব্দুল আলীম দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমূখ।
আলোচনায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের মাধ্যমে দ্রুত সামাজিক অগ্রগতি ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার কারনে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।
এসময় ১২টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি /সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page