নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিশু-কিশোরীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে নাগরপুর সরকারী যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রঙ্গনে ৩ শত ৫০ জন মাদরাসা ও এতিমখানার শিশু-কিশোরীদের মাঝে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ উপজেলা শাখার উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ জাকির সজিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রিপন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীয়া বিষয়ক উপ-কমিটির সদস্য আলহাজ্ব মো.খুরশিদ আলম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর ইউপি চেয়ারম্যান মো.কুদরত আলী,শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মো.সাজিদ খান সহ বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষক এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ।
Leave a Reply