নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন এলাকায় ৬টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে এসব ভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইলের এডি তাপস চন্দ্র পাল, বিপ্লব কুমার সূত্রধর, নাগরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান, পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী মো. মিনহাজ উদ্দিন।
এ সময় আল আমিন ব্রিকসকে ৫ লাখ টাকা, এস কে এস ব্রিকসকে ৩ লাখ টাকা, প্যাসেফিক ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমান করে তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করা হয় এবং মুক্তিযোদ্ধা ব্রিকস সহ ১ টি ব্রিকসের কিলন ধ্বংস করে দেয় এ ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি অবৈধ ইটভাটার কিলন ভাঙ্গাসহ ৩টি অবৈধ ইটভাটাকে সর্বমোট ১৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
Leave a Reply