ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছায় রক্তদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন নবীনের উদ্যোগে দুস্থ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার ঠাকুরগাঁও সরকারি কলেজ ক্যাম্পাসে এসব শীতব্স্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর।
বক্তব্যে দেবাশীষ দত্ত সমীর বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর শীতে অসহায় মানুষরা সবচেয়ে বেশি কষ্টে আছে। আমি নিজ উদ্যোগে অসংখ্য মানুষদের মাঝে শীতবস্ত্র দিয়েছে। একই ভাবে আজ স্বেচ্ছাসেবী সংগঠন নবীনও অসহায়দের পাশে দাঁড়িয়েছে। ঠিক সমাজের বিত্তবান মানুষদের প্রতি অনুরোধ রইল আপনারাও অসহায় মানুষদের পাশে দাঁড়ান এবং শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র দিন। আমরা সকলে সহায়তার হাত বাড়িয়ে দেই।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা যুবলীগের সাংগঠনকি সম্পাদক এ.জেট পুলক, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দোলন কুমার মজুমদার, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন ও স্বেচ্ছাসেবী সংগঠন নবীন নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেসে দুস্থ শীতার্ত ৭০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা।
Leave a Reply