ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সারাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়নের কাজগুলো দৃশ্যমান হয়েছে। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসৃষ্টির কারণেই ঠাকুরগাঁওয়ে ব্যাপক উন্নয়ন করা সম্ভব হয়েছে এবং এখনো উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এই সরকার ক্ষমতায় এসেছে জনগণের উন্নয়ন করার জন্য। আর সে লক্ষ্যেই উন্নয়নকাজ হচ্ছে।
রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এ কথা বলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৭ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজে চারতলা ও একতলা ভবন, আর.কে.স্টেট উচ্চ বিদ্যালয়ে ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ, ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ, আখানগর উচ্চ বিদ্যালয়ে ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ, রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে চারতলা ভীতযুক্ত একতলা ভবন, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ে চারতলা ভীতযুক্ত একতলা ভবন, ভুল্লি ডিগ্রী কলেজে চারতলা ভীতযুক্ত একতলা ভবন ও টেকনিক্যাল স্কুল ও কলেজে পাঁচতলা ভীতযুক্ত পাঁচতলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, ঠাকুরগাঁওয়ের কথা বলি, একটু অতীতে গিয়ে দেখুন; যখন বিএনপি-জাময়াত ক্ষমতায় ছিল তখন ঠাকুরগাঁও জেলা কি অবস্থায় ছিল। তারা ক্ষমতায় ছিল নিজেদের পকেট ভর্তি করার জন্য, তারা কখনই জনগণের উন্নয়নের কথা চিন্তা করেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের কথা চিন্তা করে এবং জনগণের কল্যাণে দিবারাত্রী উন্নয়নের কাজ করেই যাচ্ছে।
তিনি বলেন, শিক্ষাখাত, স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাতে আওয়ামী লীগ সরকার দৃশ্যমান উন্নয়নমুলক কাজ সম্পন্ন করেছে। যা জনগণ দেখতে পাচ্ছে। আমরা চাই দেশের উন্নয়ন। আমরা চাই দেশের প্রত্যেকটি মানুষ শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে সামলি হোক। শিক্ষিত সমাজ গড়তে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রমেশ চন্দ্র সেন এমপি শিক্ষাখাতে সরকারের কাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষক সমাজের প্রতি আহবান জানান।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজক্যালণ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল প্রমুখ।
Leave a Reply