ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জান্নাতুল ফেরদৌস নামের আড়াই বছরের এক কন্যা সন্তাকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, চার বছর আগে বিয়ে করে কৃষক জাকির হোসেন। এরপর তাদের সংসারে জান্নাতুল ফেরদৌস জন্ম নেয়। কয়েক মাস থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই সূত্র ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি জানান, হত্যার ঘটনা নিজে স্বীকার করেছে জাকির। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
You cannot copy content of this page