নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
'সত্যের সন্ধানে প্রতিদিন' এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দৈনিক আমার সংবাদ নাগরপুর উপজেলা প্রতিনিধি আজিজুল হক বাবুর আয়োজনে রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পত্রিকার ৯ম বর্ষপূর্তি ও ১০ বছরে পদার্পণ উপলক্ষে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ হল রুমে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, নাগরপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আক্তারুজ্জামান বকুল ও ইউপি সদস্য মো. রহম আলী। এ সময় উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page