নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির সিনিয়র সহ-সভাপতি, জার্মান আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, ফ্রাঙ্কফুর্টের বিশিস্ট ব্যবসায়ী জনাব হাকিম টিটু’র বড় ভাই জনাব মোঃ নয়ন (৬৬) গতকাল বাংলাদেশ সময় ১২: ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না ইলাহি ওয়া ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) এক শোকবার্তায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনূস আলী খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানউল্লাহ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। দোয়া করেন মহান আল্লাহ পাক যেন তাঁর বান্দাকে জান্নাত এর মেহমান বানিয়ে রাখেন, আমীন।
You cannot copy content of this page