নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে নুরভানু (৫৮) নামের এক নারী নৃশংসভাবে খুনের রহস্য ২৪ ঘন্টায় উদঘাটন করল নাগরপুর থানা পুলিশ । উপজেলা সদরের দুয়াজানী গ্রামে মর্মান্তিক এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলেকে আটক করলে সে সত্যতা শিকার করে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি দিয়েছে। নুরভানুর স্বামী বাবুল মিয়া নাগরপুর থানায় অজ্ঞাত নামে একটি হত্যা মামলা দায় করেন।
উক্ত মামলার আয়ু এস আই অশোক ভূষোন সাহা বলেন, নাগরপুর থানার অফিসার ইর্নচাজ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন স্যারের সহযোগিতায় ২৪ ঘন্টায় মধ্যে খুনের রহস্য উদঘাটন করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে পেরেছি।
নাগরপুর থানার অফিসার ইর্নচাজ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার সকালে কে বা কাহারা নুরভানু(৫৮)কে হত্যা ফেলে রেখে যায়। নিহতর স্বামী বাবুল নাগরপুর থানায় অজ্ঞাত নাম দিয়ে একটি মামলা দায় করেন। মামলার অভিযোগ নিয়ে পুলিশ মাঠে নেমে তদন্ত শুরু করে। ছেলে জহিরুল ইসলাম (৩২) আটক পর তার মাকে খুনের বিষয়ে জিজ্ঞাসা করলে সে ঘটনার সত্যতা শিকার করে। রবিবার টাঙ্গাইল বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি দেয়।
উল্লেখঃ- শনিবার সকালে নুরভানু (৫৮) নামের এক নারী নৃশংসভাবে খুন হয়। নিহত নুরভানু ওই গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী। দিনের আলোতে নিজ বাড়িতে ওই নারীকে পিটিয়ে হত্যার পর ঘাতকরা পালিয়ে যায়।
You cannot copy content of this page