ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় নুরুল হক (৫৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১৬ ফেব্রুয়ারি বুধবার ভোরে রুহিয়া থানাধীন ১ নং রুহিয়া ইউনিয়নের মধুপুরে এ ঘটনা ঘটে।
মৃত নুরুল হক মধুপুর কুড়ালিপাড়া গ্রামের মৃত, উসমান আলী ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুরুল হক ১৬ ফেব্রুয়ারি বুধবার ভোর ৫ টায় দিকে বাসা থেকে ৫০০ ফিট পশ্চিমে আম গাছের ডালে শাড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খোঁজ পেয়ে স্বজনরা রুহিয়া থানার পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে শাড়ি কেটে মৃত অবস্থায় নুরুল হকের লাশ নিচে নামায়। স্বজনদের দাবি, নিহত নুরুল হক বেশ কয়েক বছর ধরে মানসিক অসুস্থ ছিলেন। বিভিন্ন সময়ে তাকে চিকিৎসাও করানো হয়। এর আগেও তিনি কয়েক বার আত্মহত্যার চেষ্টা করেছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
You cannot copy content of this page