সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: মাদক একবারে মুক্ত সম্ভব নয়, কারণ এটি ছড়িয়ে পড়েছে অনেক এলাকায়। প্রথমে নির্দিষ্ট এলাকাকে মাদকমুক্ত করতে হবে, এরপর একটি নির্দিষ্ট গ্রাম, পর্যায়ক্রমে ইউনিয়ন ও থানা। এভাবেই ধীরে ধীরে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব । মাদকমুক্ত করতে সবচেয়ে জরুরী প্রয়োজন হলো গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধি। সব স্থানে একই সময়ে পুলিশের উপস্থিতি কোনভাবেই সম্ভব নয়। মাদকপ্রবণ এলাকার প্রত্যেকটি সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে এটি মুক্ত করতে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে বালিয়াডাঙ্গী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজডে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জুয়ার আসর বসার খবর পুলিশ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই জুয়াড়ীরা টের পেয়ে যায়। ঘাটে ঘাটে তাদের লোকজন বসে থাকে। স্থানীয়রা আটক করলে অথবা জুয়ার আসর বসতে বাধা দিলেই এসব বন্ধ করা সম্ভব। এসবের প্রতিবাদ করতে গিয়ে কোন সমস্যার সম্মুখিন হলে পুলিশ সব সময় তাদের পাশে থাকবে। চাকরি নয়, সেবা এই স্লোগানে ঠাকুরগাঁও পুলিশ কাজ করছে।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা কমিউনিটি পুলিশের সম্পাদক অধ্যাপক দেলওয়ার হোসেন সিদ্দিকি, ওসি (তদন্ত) আব্দুস সবুর, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম আলী, ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী, পাড়িয়া ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল প্রমুখ এতে বক্তব্য রাখেন।
এ সময় স্থানীয় শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সুধিজনেরা এলাকা ভিত্তিক সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সেসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
You cannot copy content of this page