ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা সারাদেশেই জনগণের পাশে থেকে তাদের সহযোগীতা কাজ করে যাচ্ছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিতে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।
বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহযোগীতায় ঠাকুরগাঁওয়ে ৫শ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান করেন তিনি।
তিনি আরো বলেন,শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে,বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। করোনাকালেও অর্থনীতির চাকা সচল রয়েছে। করোনা মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। বিনামুল্যে টিকা প্রদানের ব্যবস্থা করেছেন।
এরআগে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা.সাদেক কুরাইশী।
ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদ্যা শাহ এ্যাপোলোর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামীম শাহরিয়ার,কৃষিবিদ আব্দুস সালাম,সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু,সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.আলী আববার,সদস্য রবিউল ইসলাম সূর্য্য,ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম তালাশ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা-উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে জেলার ৫শ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন নেতৃবৃন্দ।
Leave a Reply