প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৯, ২০২২, ৫:০১ অপরাহ্ণ
নড়াইলে ইয়াবাসহ আটক-১
নড়াইলে ১৫০ পিচ ইয়াবাসহ রফিকুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধায় সদর উপজেলার লস্কারপুর এলাকা থেকে আটক করেন। আটককৃত রফিকুল সদর উপজেলার পঙ্কবিলা গ্রামের মো.মফিজুল ইসলামের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মো.আব্দুস সালামের নেতৃত্বে নড়াইল সদর উপজেলার লস্কারপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম কে আটক করে এবং তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পলিথিনে লাল রঙের টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিমুল কুমার দাস প্রতিদিনের সময়কে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#
© 2024 Probashtime