ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে কোল্ড ষ্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়। গতকাল রোববার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
এ সময় রাস্তার মধ্যে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করে আলু চাষী, ব্যবসায়ি ও ভোক্তাগণ।
আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি জগন্নাথপুর, নারগুন শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আলূ চাষী ও ব্যবসায়ি কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক মামুন, উপদেষ্টা স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক সুজন ইসলাম প্রমুখ।
পরে জেলার কোল্ড ষ্টোরেজগুলোতে ন্যায্য ভাড়া নির্ধারণসহ আনুষাঙ্গিক ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। কোল্ড ষ্টোরেজগুলোতে গত বছর ৭০কেজি আলু সংরক্ষণের জন্য ২৫০ টাকা ভাড়া ছিল উল্লেখ করে বর্তমানে ৫০কেজি বাস্তার ভাড়া ২৬০ টাকা নির্ধারনের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভাড়া কমানোর জোর দাবি জানান।
এছাড়াও কোল্ড ষ্টোরেজগুলোতে আলুর বস্তার গায়ে হুক ব্যবহার বন্ধ, বস্তার জন্য ঋনের বিপরীতে ব্যাংকের সাথে সামঞ্জস্য রেখে সুদের হার নির্ধারন ও ষ্টোরেজের ভেতরে আলুর বস্তা ছিড়ে গেলে বা আলু পঁচে গেলে এর ক্ষতিপূরণের ব্যবস্থারও জোর দাবি জানান আলু চাষী, ব্যবসায়ি ও ভোক্তাগন।
Leave a Reply